এ প্রতিষ্ঠান আল ইত্তেহাদ মায়াল ইখতেলাফ তথা মতানৈক্যসহ ঐক্য নীতির ভিত্তিতে পরিচালিত বিধায় কলেমায় বিশ্বাসী সব ধরনের ছাত্রের ভর্তির সুযোগ রয়েছে। তবে প্রতিষ্ঠানটি আহলে সুন্নত অল জামাত, হানাফী মাজহাব, সুন্নিয়া তরীকা ও ছেলছেলা ভুক্ত এবং দলীয় রাজনীতিমুক্ত হওয়ায় অধ্যায়নকালীন এর ব্যতিক্রম কিছুই করা যাবে না শর্ত মেনে নিয়ে ঝালকাঠি এন এস কামিল মাদারাসা, মসজিদ এবং ছাত্রাবাসের সকল নিয়ম-কানুন ও বিধানাবলী পালন করার সম্মতি জ্ঞাপন করছি।